ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

একাধিক পদে পিএমকে হসিপিটাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়োগ

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার

নতুন জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএমকে হসপিটাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার। প্রতিষ্ঠাটিতে ১১ টি পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহ আর যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

১) গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; এফসিপিএস বা ডিজিও বা এমসিপিএস।

২) মেডিসিন বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; এফসিপিএস বা এমডি বা এমসিপিএস।

৩) নাক, কান ও গলা বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; ডিএলও বা এফসিপিএস বা বা এমএস

৪) অর্থোপেডিক বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; ডি-আর্থো বা এমএস(আর্থো)

৫) চক্ষু বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; ডিও বা এফসিপিএস বা এমএস

৬) হৃদরোগ বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; ডি-কর্ড বা এমডি

৭) সার্জারী বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; এফসিপিএস বা এমএস

৮) শিশু রোগ বিশেষজ্ঞ

যোগ্যতা

এমবিবিএস; ডিসিএইচ বা এমডি বা  এফসিপিএস

৯) দন্ত রোগ বিশেষজ্ঞ

যোগ্যতা

বিডিএস বা এফসিপিএস বা এমএস

১০) আর এম ও (মহিলা)

যোগ্যতা

এমবিবিএস; গাইনী ও অবস বা ই.ও.সি. এ ট্রেনিংপ্রাপ্তদের অগ্রাধীকার 

১১) সিনিয়র স্টাফ নার্স

যোগ্যতা

নার্সিং ও মিডওয়াইফ পাশ (৩ বছর মেয়াদী)

 

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজ পত্র (শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি’র সনদপত্র, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি) এবং পাসপোর্ট সাইজের সদ্য তোল ৩ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ আবেদন পত্র পাঠাতে হবে।

আবেদনপত্র  পাঠানোর ঠিকানা

প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), কনকর্ড আর্কেডিয়া, (৬ষ্ঠ তলা) প্লট#১  এবং ২, রোড # ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে পরবেন ।

এছাড়াও বিস্তারিত জানতে (www.pmk-bd.org)  বা ফোন: ০২-৪৪০৭১০০৫ যোগাযোগ করতে পারেন।  

 

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

এম/টিকে