ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি : আটক আরও ৮

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে সিআইডি। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজুল ইসলাম  বলেন, তাদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান মিনহাজুল ইসলাম।

২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন রানাসহ ১৫ জনকে আটক করে পুলিশ।

এদের মধ্যে রানাসহ তিন জনকে চার দিনের রিমান্ডে দেন আদালত। রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদে তারা তাদের অন্য সহযোগীদের নাম জানায়। রানার দেওয়া তথ্যমতে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ এই আটজনকে আটক করে।

/ এআর /