ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যৌন হেনস্থার শিকার পুরুষ অভিনেতারাও : রাধিকা

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:২৫ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

‘শুধু নায়িকারা নন, যৌন হেনস্থা ও শোষণের শিকার হতে হয় অনেক পুরুষ অভিনেতাকেও’- এমন মন্তব্য করে বোমা ফাটালেন অভিনেত্রী রাধিকা আপ্তে। মারাঠি সিনেমা, বলিউড- এমনকি টলিউডেও পরিচিত মুখ তিনি। জনপ্রিয় এই নায়িকা তার বন্ধু ও সহকর্মী অভিনেতাদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, ‘তাদের হয়রানির বিষয়েও সোচ্চার হওয়া উচিত’।

হলিউড, বলিউডে বেশ কিছুদিন ধরে নিজেদের যৌন হেনস্থার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন নায়িকারা। হার্ভে ওয়েইনস্টেইন বিতর্ক সামনে আসার পরই সরব হয়ে ওঠেন রুপোলি পর্দার অভিনেত্রীরা। তবে এই প্রথম নায়কদের হেনস্থার বিষয়েও মুখ খুললেন কোনো নায়িকা।

বিষয়টি নিয়ে রাধিকা জানান, অভিনেতাকেও কাস্টিং কাউচের মুখে পড়তে দেখেছেন তিনি। এক্ষেত্রে নায়িকাদের চেয়ে তাঁদের অস্বস্তি বা হেনস্থা কম ছিল না কখনও।

এর আগে এ বিষয়ে মুখ খোলেন অভিনেতা ইরফান খান। ক্যারিয়ারের শুরুতে নিজের শোষণের কাহিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান।

তবে রাধিকা বলেন, শুধু মুখ খুলে কোনো লাভ হবে না। অভিযোগগুলো খতিয়ে দেখে, সুবিচার লক্ষ্য হওয়া উচিত। পরিবর্তন আনতে চাইলে এটা করতে হবে। কম্প্রোমাইজ না করলে কাজ খোয়াতে হতে পারে- এই ভয়ে বহু অভিনেতা-অভিনেত্রী চুপ করে থাকেন। এদের মানসিকতায় বদল আসা দরকার। তাদের মন থেকে ভয় দূর করা গেলেই, এটা সম্ভব হবে। আর এজন্য দরকার এমন কোনো প্ল্যাটফর্ম, যেখানে শিল্পীরা নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। ক্ষমতার অপব্যবহার করে যারা দুর্বলকে শোষণ করেন, তাদের মুখোশ খুলতে এমন একটা ব্যবস্থা দরকার।

সূত্র : জিনিউজ

 

এসএ/