ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মুক্তি পাচ্ছে অনুদানের ছবি ‘ছিটকিনি’

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

সরকারি অনুদানের ছবি ‘ছিটকিনি’। আগামী ২৪ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সাজেদুল আউয়ালের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এ ছবিতে তাকে ময়মনা নামে এক শ্রমজীবী নারীর চরিত্রে দেখা যাবে।

ছবির গল্পে দেখা যাবে, ময়মনা একজন পাথর শ্রমিক। কঠিন পরিশ্রমের মাধ্যমে সংসারকে আগলে রাখেন । এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘ছিটকিনি আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। তাই ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা। আশা করি, ছবিটি সবার পছন্দ হবে।’

ছবির নির্মাতা সাজেদুল আউয়াল জানান, গত ৭ আগস্ট ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক বিনা কর্তনে ছাড়পত্র পায়। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে যোজনা প্রডাকশন্স ও ইমপ্রেস টেলিফিল্ম। এ ছবিতে আরো অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, রুবলী চৌধুরী, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

পরিচালক আরো জানান, ‘মলুয়াপালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে। মলুয়া চরিত্রের ঠিক বিপরীত চরিত্র হচ্ছে, আখ্যানের স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা চরিত্রটি। ছবিটি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও ক্যামেরা সঞ্চালক মিশুক মুনীরকে উৎসর্গ করা হয়েছে।

/ডিডি/