নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৫০
প্রকাশিত : ০৯:০২ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
নাইজেরিয়ার মুবি শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিল। মঙ্গলবার ভোরে দেশটির আদামাওয়া অঙ্গরাজ্যের মুবি শহরের উনগুয়ার শুয়া এলাকার মদিনা মসজিদে নামাজের সময় এই হামলা চালানো হয়েছে।
তবে এখনও কোনো দল বা গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে। এ অঞ্চলটিতে প্রায়ই এ ধরণের হামলা চালায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।
আদামাওয়া অঙ্গরাজ্যের পুলিশ বাহিনীর মুখপাত্র অথমান আবু বকর বলেন, এখন পর্যন্ত এ হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। তিনি বলেন, হামলাকারীরা মুসল্লিদের সঙ্গে মসজিদে প্রবেশ করে। এ হামলায় বোকো হারামের চিহ্ন ছিল।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৬ লাখ মানুষ।
সূত্র: বিবিসি।
আর/টিকে