‘মুদ্রাপাচারের বিষয়টি খতিয়ে দেখছে এনবিআর’
প্রকাশিত : ১১:২০ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
মুদ্রাপাচার, পানামা পেপাসর ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ আয়োজিত সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রসঙ্গত, সম্প্রতি প্যারাডাইসি পেপারে বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ আরও কয়েক জনের নাম উঠে এসেছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, মুদ্রাপাচারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের) আছে। বিএফআইইউ এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক অত্যন্ত ঘনিষ্টভাবে কাজ করছে। আমরা একে অন্যের তথ্য বিনিময় করি। আমরা প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি বা মুদ্রা পাচারে ক্ষেত্রে এমন কিছু বিষয় পেয়েছি যা এখন খতিয়ে দেখা হচ্ছে। এটি যথা সময়ে জানানো হবে।
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিআফআই) রিপোর্টের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে যা পরবর্তীতে আপনাদের জানানো হবে। এ বিষয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো খুবই সক্রিয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক প্রশ্নের জবাবে বলেন, এ বিষয় বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র আছে। আপনারা সেখানে গিয়ে এটা জানতে পারবেন।
আর/টিকে