‘পদ্মাবতী’ মুক্তি পাবে আগামী বছর
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:২২ এএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
পদ্মাবতী সিনেমাকে ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা। হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন গুরগাঁওয়ের এক ব্যক্তি। একইসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে যে, ২০১৮তেই মুক্তি পাবে এই সিনেমা।
এই বিতর্কিত সিনেমাটি নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও এই সিনেমা মুক্তির ঘোর বিরোধী। কারণ এই সিনেমাটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। তিনি জানিয়েছেন, নিজের হাতে আইন তুলে নেওয়া একেবারেই উচিত নয়। তবে, দীপিকা পাড়ুকন কিংবা সঞ্জয় লীলা বনশালীকে প্রাণনাশের হুমকি দেওয়া যদি অপরাধ হয়, তাহলে সঞ্জয় লীলা বনশালী আরও বড় অপরাধ করেছেন। কারণ তিনি ধর্মের উপর আঘাত করেছেন।
প্রযোজক সূত্রে খবর, পদ্মাবতী সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও ওই নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছেনা। তবে আগামী বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি। সিবিএফসির মুখ্য চেয়ারম্যান প্রসূন যোশী জানিয়েছেন, নির্ধারিত নিয়ম মেনেই এই সিনেমার সেন্সরশিপ চলছে। কোনওরকম কোনও বিতর্কিত মন্তব্যের জন্য এই সিনেমার দৃশ্যে কাঁটছাঁট করা হবেনা বলে জানিয়ে দিয়েছেন যোশী।
সূত্র : জি নিউজ
এসএ/