ধাতব মুদ্রা নেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি শুভঙ্কর সাহার আহ্বান
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেছেন, বাজার থেকে ধাতব মুদ্রা বা কয়েন না নেওয়া সমীচীন নয়। কমার্সিয়াল ব্যাংকসহ অন্যান্য ব্যাংক বাজার থেকে কয়েন নিতে চায় না। এটা উচিৎ না।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কারেন্সি ম্যানেজম্যান্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওরিয়েন্টেশন কোর্স – ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ধাবত মুদ্রা নেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
রেমিট্যান্স কমে যাওয়ার প্রসঙ্গে শুভঙ্কর সাহা বলেন, সিঙ্গাপুরে কাজ কমে গেছে। এছাড়া আগে সৌদি আরবে একজন শ্রমিক একাধিক জায়গায় কাজ করতে পারতো। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। মালয়েশিয়ায় রিংগিটের অবমূল্যায়নও রেমিট্যান্স কমার অন্যতম কারণ। আগে ৩ রিংগিট সমান কাজ করলে ১ ডলার পা্ওয়া যেতো। আর বর্তমানে ৪ রিংগিট কাজ করলে ১ ডলার পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক সুলতান আহম্মদ, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল প্রমুখ।
/এমআর