বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা চুক্তি হতে পারে আগামীকাল
প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪৭ এএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দফতরের কর্মকর্তা কিয়াও টিন্ট সুয়ের সঙ্গে আলাপের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, `দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়ার বিষয়ে ঢাকা-নেপিদো প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। আশা করছি, বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত ফলাফল আসবে।`
এর আগে সকালে মিয়ানমারের নেপিদোতে এ সংক্রান্ত বৈঠক শুরু হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে সমঝোতা স্মারকের শর্তগুলো ঠিক করা হয়। এ সময় পররাষ্ট্রসচিব মুহাম্মদ শহিদুল হক, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ সুফিউর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার অং সান সু চির সঙ্গে এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
ডিডি/টিকে