ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৩১ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু ১ ডিসেম্বর

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

দেশের ৩১টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) আগামী ১ ডিসেম্বর বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসি সব ভোটারকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড দিতে চায়।

ইসির আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় গত মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়।

ডিসেম্বরে ৩১ টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো ঢাকা সার্কেল ইউনিয়ন, রাজশাহীর পবা, নারায়ণগঞ্জের বন্দর, চট্টগ্রামের আনোয়ারা, রাঙামাটি সদর, কক্সবাজার সদর, বগুড়া সদর, পঞ্চগড় সদর,  জয়পুরহাট সদর, নীলফামারী সদর, গাইবান্ধা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, মেহেরপুর সদর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, পিরোজপুর সদর, শরীয়তপুর সদর, ঝালকাঠি সদর, নেত্রকোনা সদর, সুনামগঞ্জ সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, নোয়াখালী সদর, হবিগঞ্জ সদর, পটুয়াখালী সদর ও পাবনার সদর উপজেলা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, কুমিল্লা সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণের কাজ চলছে।

 

একে// এআর