জহির খানের বিয়ে
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
দীর্ঘদিনের বান্ধবী বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেললেন ভারতের সাবেক পেসার জহির খান। আজ বৃহস্পতিবার সকালে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন তারা। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজমহল প্যালেসে জহির খান ও সাগরিকার বিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন হবে।
শাহরুখ খানের ‘চ্যাক দে ইন্ডিয়া’ ছবির অন্যতম অভিনেত্রী সাগরিকা। গত ২৪ মে জহির-সাগরিকার বাগদান সম্পন্ন হয়। বাগদান অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হ্যাজে কেস উপস্থিত ছিলেন।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম, ভালোবাসা, বিয়ে নতুন কিছু নয়। হরভজন সিং-গীতা বাসরা ও যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতির পর এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে ও ক্রিকেটার জহির খান। ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার প্রেম-কাহিনী তো সবারই জানা।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এমআর