ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

অ্যাশেজ সিরিজ

শুরুর ধাক্কা সামলেছে ইংল্যান্ড

প্রকাশিত : ০২:৪২ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে হারায় ইংল্যান্ড। দলীয় ২ রানে সাজঘরে ফেরেন সাবেক ইংলিশ অধিনায়ক। তবে শুরুর এই ধাক্কা সামলে উঠেছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৯৬ রান।

এর আগে সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। দুই রানে মিচেল স্টার্কের বলে কুককে হারালেও দ্বিতীয় উইকেটে ১২৫ রানে জুটি গড়েন মার্ক স্টোনম্যান ও জেমস ভিন্স। ৫৩ রান করে পেট কামিন্সের বলে স্টোনম্যান বোল্ড হলে ভাঙ্গে এই জুটি। এরপর দুর্ভাগ্যজনভাবে রান আউট হন চমৎকার খেলতে থাকা জেমস ভিন্স। ভিন্সের ব্যাট থেকে আসে ৮৩ রান। অধিনায়ক জো রুট ফিরে যান ১৫ রান করে। ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। প্রথম দিনে খেলা হয়েছে ৮০ দশমিন ৩ ওভার। পেসার পেট কামিন্স ২টি ও স্টার্ক ১টি করে উইকেট লাভ করেন।

সূত্র : ক্রিকবাজ

/এমআর