ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা

২ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ দুপুর ২টার দিকে মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির দলীয় কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কাজ শুরু করার কথা বলা হয়েছে। তবে এটি কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে সু চি প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে কাইয়ো থিন সোয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, শিগগির রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করবে মিয়ানমার। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

 

সূত্র : ইউএনবি

/ এমআর / এআর