ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কুতুপালং শরণার্থী ক্যাম্পে ১৭০ জনকে নিয়োগ

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২১ পিএম, ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার

কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পসংলগ্ন নির্ধারিত ভূমিতে স্থাপিতব্য নতুন ক্যাম্পের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া দেওয়া হবে। শরণার্থী ত্রাণ ও কমিশনারের কার্যালয় ১০ পদে ১৭০ জনকে নিয়োগ দিবে। 

পদের নাম: উপসহকারী প্রকৌশলী 

পদের সংখ্যা: ১০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে।

যোগ্যতা: বাংলাদেশ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস থাকতে হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ৩১ হাজার টাকা। 

পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 

পদের সংখ্যা: ১০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে।

যোগ্যতা: বাণিজ্যে স্নাতক অথবা বিবিএস বা বিবিএ পাস থাকতে হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১৬ হাজার ৫০০ টাকা। 

পদের নাম: রিসেপট্রিয়েশন অ্যাসিস্ট্যান্ট 

পদের সংখ্যা: ২০ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১৬ হাজার ৫০০ টাকা। 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা:  ১০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে।

যোগ্যতা: স্নাতক পাস ও বাংলাদেশ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটারে ডিপ্লোমা পাস।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১৬ হাজার ৫০০ টাকা। 

পদের নাম: ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট 

পদের সংখ্যা: ১০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে।
 
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডাটা ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।


বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১৬ হাজার ৫০০ টাকা। 

পদের নাম: অফিস সাপোর্ট স্টাফ/ এমএলএসএস

পদের সংখ্যা: ৩০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: এসএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১১ হাজার টাকা। 

পদের নাম: গার্ড

পদের সংখ্যা: ৩০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১১ হাজার টাকা। 

পদের নাম: গার্ড (গোডাউন)

পদের সংখ্যা: ৩০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।


যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১১ হাজার টাকা। 

পদের নাম: ক্লিনার/সুইপার
পদের সংখ্যা: ১০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১১ হাজার টাকা। 

পদের নাম: বাবুর্চি

পদের সংখ্যা: ১০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে ১১ হাজার টাকা। 

আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা ও অস্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও জন্মতারিখ যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে। এবং সকল সনদ ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

আগামী ৩০ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীরা অফিস চলাকালীন সময়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, মোটেল রোড, কক্সবাজার ঠিকানায় ডাকযোগে (খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে) অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে।

একে// এআর