‘রাজাপুর মুক্ত দিবস আজ’
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার
আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে সর্বপ্রথম রাজাপুর থানা পাক হানাদার মুক্ত হয়। আজকের এই দিনে রাজাপুরে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
দিবসটি (পাক হানাদার মুক্ত) পালন উপলক্ষে প্রতি নানা কর্মসূচির আয়োজনে করে রাজাপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে রাজাপুর মুক্তিযোদ্ধা সংসদ এবং স্থানীয় সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
আর/টিকে