শুলশান ও বনানী লেককে একিভূত কারা হবে হাতিরঝিলের সাথে
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০১৬ রবিবার
শুলশান ও বনানী লেককে হাতিরঝিলের সাথে, একিভূত করে হাতির ঝিলের পরিধি সম্প্রসারণ করা হবে।
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, ড্যাপ সংশোধনে মন্ত্রীসভা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। এতদিন, লেকপাড় এলাকায়, ভবন নির্মানে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা আর থাকছে না। ‘ডিটেইল এড়িয়া প্ল্যান বা ড্যাপ এর অসঙ্গতি খুজে বের করতে, দুটি কনসাল্টিং ফার্মকে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।