বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রার রুট
প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৩৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করেছে। এই অসামান্য অর্জনকে শনিবার ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপন করা হবে।
আনন্দ শোভাযাত্রার রুট-বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ করে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।
‘আনন্দ শোভাযাত্রাটি বেলা ১২টায় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান গিয়ে শেষ হবে।
যে সব গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে-
১। ছবির হাট গেট (চারুকলার বিপরীতে)
২। টিএসসি গেট
৩। বাংলা একাডেমীর বিপরীতের গেট
৪। কালী মন্দির গেট
ডিএমপি নিউজ সূ্ত্রে এসব তথ্য জানা গেছে।
এসএইচ/