গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও মারধোরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে কর্ম-বিরতি ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৪৬ এএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও কর্মচারী মারধোরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে কর্ম-বিরতি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ কর্মসূচি পালন করে। প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের আহবায়কসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার ও ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। একই সাথে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুয়োগ দেয়া হয়েছে।