নববর্ষ বরণের উৎসবে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছেঃ ডিএমপি কমিশনার
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার
গত বছরের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করেই এবার পহেলা বৈশাখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন বিকাল ৫টার মধ্যেই সবাইকে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়তে হবে বলেও জানান তিনি। এছাড়া আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পহেলা বৈশাখ রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোন গাড়ি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না বলেও জানান ডিএমপি কমিশনার।
গত বছর বাংলাবর্ষবরণ অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রেখেই সাজানো হয়েছে এবারের নিরাপত্তা।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা ইন্সটিটিউিট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
পহেলা বৈশাখ সামনে রেখে সোমবার সকালে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এনটাই জানালেন ডিএমপি কমিশনার।
মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্নে হবে বলেই আশাবাদ জানান এই পুলিশ কর্মকর্তা।