ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মেডিক্যালের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার

আর্থিকভাবে অসচ্ছল মেডিক্যাল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট। দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন:

ওরিয়ন ফার্মার ওয়েব সাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ মেডিক্যাল সাভিসেস ডিপার্টমেন্ট, ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওরিয়ন হাউজ, ১৫৩-১৫৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এই ঠিকানায় পাঠাতে হবে।

যেসব কাগজপত্র পাঠাতে হবে:

নিজ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের প্রত্যয়নপত্র, পূরণকৃত আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর ফটোকপি, অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং নিজ মেডিক্যাল কলেজ থেকে রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি।

আবেদনের সময়সীমা:

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ জানুয়ারি ২০১৮ সালের মধ্যে আবেদন পাঠাতে হবে।

 

বিস্তারিত জানতে বিজ্ঞাপন দেখুন