ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাড়লো সোনার দাম  

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার

 

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) রোববার থেকে বর্ধিত দাম কার্যকর হবে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য জানানো হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী ভরিতে ভাল মানের সোনার দাম বাড়বে এক হাজার ৪০০ টাকা। পাশাপাশি অন্যান্য মানের সোনার দাম বাড়ছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।

বাজুস সাধারণ সম্পাদক ও ডায়মণ্ড ওয়ার্ল্ডের সত্ত্বাধিকার দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যকে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন (রোববার থেকে) ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম পরবে ৪৯ হাজার ২২২ টাকা।

 

আর/এসএইচ