সাজার বিষয়ে তিন বিচারপতিই একমত : অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
পিলখানা হত্যা মামলায় আসামিদের সাজার বিষয়ে তিন বিচারপতিই একমত হয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, মামলায় কয়জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, কয়জন আসামির যাবজ্জীবন হবে এবং কতজন খালাস পাবেন— এ বিষয়ে তিন বিচারপতি-ই সহমত পোষণ করেছেন। রোববার বেলা দেড়টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় এক বছরেরও বেশি সময় ধরে শুনানি হয়েছে। আজ আদালত মামলার রায় পড়ছেন। তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করছেন।
সকাল ১০-৫৫ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আপিলের রায় পড়া শুরু হয়।
পরে দুপুরে অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলনে বলেন, এই মামলায় এক বছরেরও বেশি সময় ধরে শুনানি হয়েছে। পূর্ণাঙ্গ রায় যদি পড়া হয়, তাহলে আরও সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, আজ হয়তো আসামিদের অর্ডার পোরশন (আদেশের অংশ) দেওয়া হবে। আসামির চূড়ান্ত রায় হবে বলে মনে হয় না। যেসব আসামির দণ্ড বহাল থাকবে বা খালাস পাবেন, কী কারণে দণ্ড বহাল থাকল বা খালাস হলো, তার পর্যবেক্ষণ ও যুক্তি আদালত তুলে ধরবেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। আসামি সংখ্যার দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা।
/ডিডি/ এআর