ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চীনে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার

চীনের বন্দরনগরী নিঞ্জবুতে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন । আহত হয়েছেন শতাধিক । এ ঘটনায় বেশ কয়েকটি ভবন ধসে গেছে । তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

রোববার স্থানীয় সময় সকাল ৯ টায় একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ভবন ধসে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ বলছে, বিস্ফোরণের পরই মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঘটনার কারণ এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ। 

চীনা গণমাধ্যম জানিয়েছে, নিঞ্জবুর নিকটবর্তী একটি শিল্প এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই এলাকাকে স্বয়ংক্রিয় উৎপাদনকারী এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্থানীয়রা।  বিস্ফোরণে  বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে গ্যাস-সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র; বিবিসি

এমজে / এআর