সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য তৌকিরের ‘অজ্ঞাতনামা’
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। শ্রীলংকার রাজধানী কলম্বোতে ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ তে জুরি বোর্ডের বিচারে এ পুরস্কার পায় ‘অজ্ঞাতনামা’। সার্কভুক্ত আটটি দেশের মোট ১৬টি সিনেমা প্রতিযোগিতা করেছিল।
পুরস্কার পেয়ে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তৌকির আহমেদ। গত শনিবার উৎসবের সমাপনী দিনে ন্যাশনাল ফিল্ম করপোরেশন মিলনায়তনে অতিথি, জুরি বোর্ডের সদস্য, সার্ক সদস্য রাষ্ট্রের কূটনৈতিক, সার্কের মহাসচিব, পরিচালক ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে তৌকির আহমেদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ তে বাংলাদেশ থেকে উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমি ও প্রেমি’ চলচ্চিত্র দুটি। প্রতিযোগিতা ছাড়াও বাংলাদেশ থেকে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিলবাগচির এক দিন’।
‘অজ্ঞাতনামা’র গল্পের মূল ভিত্তি মধ্যপ্রাচ্যে শ্রমিকদের মানবেতর জীবনযাপন। এটি প্রথমে মঞ্চনাটক হিসেবে লিখেছেন তৌকির। এরপর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় তৈরি করেন সিনেমা। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, নিপুনসহ অনেকেই।
‘অজ্ঞাতনামা’ ২০১৬ সালে মুক্তি পায়। এটি তৌকির আহমেদের পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০১৬ সালের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়। এছাড়া চলচ্চিত্রটি ইতালির গালফ অব ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে।
এসি/এসএইচ/