খাদিজাকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৮:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
জমজ সন্তানের একটিকে পেটে রেখে অস্ত্রোপচার শেষ করার ঘটনার শিকার খাদিজা আক্তারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) অস্ত্রোপচারকারী চিকিৎসক হোসেন আরা বেগম ও লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
সম্প্রতি গণমাধ্যমে ‘জমজের একটিকে পেটে রেখেই অস্ত্রোপচার শেষ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আলগিরচর গ্রামের প্রবাসী আউয়াল হোসেনের স্ত্রী অন্তঃসত্ত্বা খাদিজা আক্তারকে স্থানীয় লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। তখন অন্তঃসত্ত্বার স্বজনরা খাদিজার পেটে জমজ বাচ্চা রয়েছে জানালে অস্ত্রোপচারকারী চিকিৎসক শেখ হোসনে আরা বলেন, খাদিজার পেটে বাচ্চা একটিই। অন্যটি টিউমার। চার দিন ভর্তি রাখার পর তাকে ক্লিনিক থেকে ছুটি দেওয়া হয়। এরপর গত ২৬ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচার করে খাদিজা বেগমের পেট থেকে দ্বিতীয় শিশুটিকে অপসারণ করা হয়।
পরে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি নজরে এনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
/ডিডি/