ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাঙালিকে বঞ্চিত করে কেউ পার পায় নাই: ড. কামাল

প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার

“বাঙালিকে বঞ্চিত করে কেউ পার পায় নাই। বাঙালিরা অন্যায়ের সামনে মাথা নত করে না। সংবিধানের মৌলিক বিষয় সমূহের উপর জনগণের ঐকমত্যই হচ্ছে-আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। রবিবার সুপ্রীম কোর্ট বার সমিতি মিলনায়তনে সংবিধান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এসব কথা বলেন।

‘বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি নবীন আইনজীবীদের আগামী দিনের নেতৃত্ব প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে কোনো বিভেদের সৃষ্টি হবে না। এমনকি রাজনৈতিক দলগুলো যদি বিভেদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করে, তবে জনগণ ঐকমত্যের ভিত্তিতে শক্তিশালী জাতীয় ঐক্যের মাধ্যমে সংবিধানকে সুরক্ষিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল বারী। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী।

 

এসএইচএস/টিকে