ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সিএনজি অটোরিক্সার ১৩ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

সিএনজি অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযানে নেমেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। সেসময় ১৩ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, লাইসেন্সবিহীন গাড়ির চালকদের বিরুদ্ধে সাজার বিধান রেখে শিগগিরই মোটরযান সংশোধন আইন পাশ করা হবে। কর্মব্যাস্ত রাজধানীতে প্রতিদিন নামছে নতুন নতুন গাড়ি। এর সঙ্গে রয়েছে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি। cng autoরাজধানীতে সিএনজি চালিত অটোরিক্সা মিটারে না চালানো এবং ইচ্ছে খুশি ভাড়া আদায় ঠেকাতে মাঝে মাঝেই অভিযান চালায় বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। এবার ফিটনেসবিহীন গাড়ি ধরতেও কঠোর হলো বিআরটিএ। রাজধানীর আগারগাঁওয়ে প্রাইভেট সিএনজি, ভাড়ায় চলতে দেখেই ধরে ফেলে ভ্রাম্যমান আদালত। মিটারে না যাওয়ার দায়ে দণ্ড দেওয়ার পাশাপাশি করা হয় জরিমানা। ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও কেন অতিরিক্ত ভাড়া আদায়? তার কোনো সদুত্তর নেই অটোরিক্সা চালকদের। অভিযান পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের ব্যাপারে আরো কঠোর হবে সরকার। বাংলামোটরে মট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের আরেকটি অভিযান চালায়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সেখান থেকে ৮১ পথচারীকে জরিমানা ও এক জনকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনা রোধে এ ধরনের আরো অভিযান চলবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেটরা।