ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

অ্যাশেজ সিরিজ

এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই টপক যায় স্টিভেন স্মিথের দল। ফলে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অজি বাহিনী।

বিনা উইকেটে ১১৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিনে ১০ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৫৬ রান। আজও অস্ট্রেলিয়ার কোনো উইকেট ফেলতে পারেন ইংলিশ বোলাররা। ডেডিড ওয়ার্নার ও বেনক্রফট অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ওয়ার্নার ৮৭ ও বেনক্রফট ৮২ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩০২ ও দ্বিতীয় ইনিংসে ১৯৫ রান করে ইংল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৮ ও বিনা উইকেটে ১৭৩ রান করে। প্রথম ইনিংসে অপরাজিত ১৪১ রানের ইনিংস খেলা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ম্যাচসেরা নির্বাচিত হন।

 

সূত্র : ক্রিকইনফো

//এমআর