ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

জাটকা আর জেল দেয়া চিংড়ি মাছ বিক্রির অভিযোগে দুই আড়ৎ মালিককে এক বছর করে কারাদন্ড

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার

Jel prawnজাটকা আর জেল দেয়া চিংড়ি মাছ বিক্রির অভিযোগে দুই আড়ৎ মালিককে এক বছর করে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সকালে রাজধনীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই আড়তে ১শ’ কেজি জাটকা মাছ ও ১শ’ কেজি চিংড়ি মাছ আটক করে র‌্যাব-১এর  ভ্রাম্যমান আদালত। সেসময় ঐ দুই আড়তের মালিককে আটক করে তাৎক্ষনিক ভাবে ১বছর করে কারাদন্ড দেয়া হয়। র‌্যাব-১এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জাটকা নিধন ও তা বিক্রি আইনে নিষেধ এবং জেল দিয়ে চিংড়ির ওজন বৃদ্ধি করে ক্রেতাদের সঙ্গে প্রতরণা করায় তাদের এই দন্ড দেয়া হয়।