বিপিএল
রাজশাহীকে গুড়িয়ে দিলেন শফিউল
প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১১:১১ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে খুলনা টাইটান্স। খুলনার ২১৩ রানের জবাবে শফিউলের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে খুলনা। নাজমুল হাসান শান্তর ৪৯, আফিফ হোসেনের ৫৪, নিকোলাস পরানের ৫৭ ও কার্লোস ব্র্যাথওয়ওটের ঝড়ো ৩৪ রানে ২১৩ রানের বিশাল স্কোর পায় খুলনা। খুলনার ২১৩ রানই এবারের বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
২১৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী কিংসের ইনিংস। ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন শফিউল। এছাড়া আবু জায়েদ নেন ২টি উইকেট। রাজশাহীর রনি তালুকদার সর্বোচ্চ ৩৬ রান করেন। ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পরান।
সূত্র : ক্রিকইনফো
এমআর