বিপিএল
দুপুরে মুখোমুখি মাশরাফি-নাসির
প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৫৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
বাংলাদেশ প্রিমিয়িার লিগের (বিপিএল) আজকের প্রথম ম্যাচে মাঠে নামছে মাশরফির রংপুর রাইডার্স ও নাসির হোসেনের সিলেট সিক্সার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
বিপিএলের পয়েন্ট তালিকায় রংপুর চারে ও সিলেট পাঁচে অবস্থান করছে। ৮ ম্যাচে রংপুরের পয়েন্ট ৮ আর ৯ ম্যাচ থেকে সিলেটের পয়েন্ট ৭।
এবারের বিপিএলে এর আগে দুই দলের সাক্ষাতে জয় পেয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স। সিলেট একাদশে আজ পাকিস্তানি পেসার সোহেল তানভিরকে দেখা যেতে পারে। টানা হারের মধ্যে থাকা সিলেট সিক্সার্স এ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
সূত্র : ক্রিকইনফো
//এমআর