নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়ার দাবি এমাজউদ্দীনের
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ আগামী নির্বাচনের তারিখ ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের ২০৩ টি রাষ্ট্রের মধ্যে ১৬৫টি রাষ্ট্রে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়ে থাকে। তা না হলে এদেশে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিশেষ কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।
বিএনপি ঘরানার এ পেশাজীবী সুষ্ঠু নিবার্চনের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন। এর মধ্যে রয়েছে- বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ২৫ হাজার মামলা প্রত্যাহার। প্রত্যাহার না করলেও অন্তত স্থগিত করা, সংসদ ভেঙ্গে দেওয়া।
এমাজউদ্দীন আহমদ বলেছেন, গত নিবার্চনে চার কোটি ৮৩ লাখ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আগামীতে যেন এমনটি না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রেহানা প্রধান। আর প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/ এআর /