রাজনীতিবিদেরা দুর্নীতি নয়, জনগণের সুখ-দু:খ নিয়েও ভাবেন : ফখরুল
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:১৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদেরা শুধু দুর্নীতি করেন না বরং তারা জনগণের সুখ দু:খ, আশা-আকাঙ্খা নিয়ে ভাবেনও। ‘কয়জন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দুর্নীতি করেন নি’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, কথায় কথায় সংবিধানের দোহাই দেয় সরকার। কিন্তু যারা সংবিধান তৈরী করেছেন, তারা তো জনপ্রতিনিধি নন। তিনি প্রধান বিচারপতির পদত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, এতদিন প্রধানবিচারপতির পদ খালি। এতে সংবিধান লংঘিত হয় না?
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিশেষ কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলমকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে শফিউল আলম প্রধানকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
মির্জা ফখরুল বলেন, যেকোনো সমাবেশের আগে খালেদা জিয়া প্রধানকে ডাকতেন। বলতেন, যা যা আমার পক্ষে বলা সম্ভব নয়, তা তুমি বলবে। প্রধানকে স্মরণ করে মির্জা ফখরুল আরও বলেন, আজকে আপনাদের সবাইকে প্রধানের মত রুখে দাঁড়াতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আগে নিবার্চন হতে দেওয়া হবে না।
বিডিআর বিদ্রোহের রায় নিয়ে মির্জা বলেন, আমি রায় নিয়ে কিছু বলতে চাই না। তবে আদালত গোয়েন্দা ব্যার্থতা তদন্তের তাগিদ দিয়েছে। এই ব্যর্থতা কার? কেন তদন্তে দেরী হল? তিনি বলেন, আওয়ামী লীগ নেতা তোরাব আলীর বাসায় বৈঠক হয়। তিনি মামলায় খালাস পেলেন। অথচ নাসিরুদ্দিন পিন্টুকে কারাগারে বন্দি রেখে ‘হত্যা করা’ হয়।
আসিফ নজরুলের নামে করা মামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আসিফ নজরুল মত প্রকাশের অধিকার রাখেন। পোষ্ট দিলেও অপরাধ কোথায়?
/ এআর /