সেই বিলবোর্ড সরিয়ে নিয়েছে ডিএসসিসি
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:০৫ এএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
অবশেষে মেয়র হানিফকে ‘বাংলাদেশের স্থপতি’ লেখা বিলবোর্ড সরিয়ে নিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় থাকা বিভিন্ন ডিজিটাল বিলবোর্ডে সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনের বাবা এবং ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফকে ‘বাংলাদেশের স্থপতি’ উল্লেখ করে প্রচারণা করা হচ্ছিল।
বিষয়টি সাধারণ মানুষের নজরে এলে তা ব্যাপক সমালোচিত হয়। বিষয়টিকে ‘অনাকাংখিত ভুল’ উল্লেখ করে বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়া শুরু করে ডিএসসিসি’র গণমাধ্যম শাখা।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর প্রয়াত মেয়র হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে নেওয়া বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় থাকা ডিজিটাল এলইডি বিলবোর্ডগুলোতে ‘শ্রদ্ধা নিবেদন’ এর প্রচারণা করা হচ্ছিল। সেখানেই মেয়র হানিফকে ‘বাংলাদশের স্থপতি’ হিসেবে উল্লেখ করা হয়।
//এস এইচ এস// এআর