ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৩৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিলো। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিমান উঠা-নামা শুরু করেছে।

এর আগে আজ সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়। ব্যাহত হয় উড্ডয়নও। ঘন কুয়াশার কারণেই শাহজালালে বিমান চলাচল বন্ধ ছিলো। তবে রোদ ওঠার সাথে সাথে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সকালে ঘন কুয়াশার কারণে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে।

জানা যায়, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

 

/এমআর