নিজেকে বনলতা সেন ভাবছেন জয়া
প্রকাশিত : ১১:১২ এএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৪২ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তার সিনেমা মানেই অন্য রকম এক আকর্ষণ। কারণ যত্রতত্র সিনেমাতে অভিনয় করেন না এই অভিনেত্রী। বেছে-বেছে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
সম্প্রতি সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের স্ত্রী ‘লাবণ্য’র ভূমিকায় অভিনয় করেছেন জয়া।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘একটি জটিল চরিত্রে অভিনয় করলাম। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভালো লাগছে কাজটা।’
কবির বিভিন্ন লেখা গবেষণা করে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সিনেমাটিতে কবির সৃষ্ট বিখ্যাত চরিত্র ‘বনলতা সেন’ বিষয়ে কোনো কিছু আছে কিনা এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা। তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।‘
‘ঝরা পালক’ সিনেমাতে জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল। উল্লেখ্য, জয়া আহসান অভিনীত ‘ব্যাচেলর’, ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জিরো ডিগ্রী’র মতো সিনেমাগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। বাংলাদেশের টিভি নাটকেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন মডেল ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
‘ভালোবাসার শহর’, ‘বিসর্জন’, ‘খাঁচা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’, ‘মেসিডোনা’, ‘কণ্ঠ’ ও ‘পুত্র’ সিনেমার পর এবার তিনি ‘ঝরা পালক’ নামের এ সিনেমাতে অভিনয় করছেন। সিনেমাটির শুটিং শুরু হয়েছে কলকাতায়।
‘ঝরা পালক’ নামে কবি জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ রয়েছে। মূলতঃ সেখান থেকেই এই সিনেমার নামকরণ।
এসএ/