বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ
প্রকাশিত : ১০:১৮ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:১৮ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষের পথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গন জুড়ে চলছে শিক্ষার্থীদের কর্মযজ্ঞ। বাঙালীর গ্রামীণ ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির গল্পগাঁথা নিয়ে, তৈরি হচ্ছে হাতি, ঘোড়া, গরুসহ পানসী নৌকা। এবারের শোভাযাত্রার শ্লোগান- অন্তর মম বিকশিত করো, অন্তর হে।
বাঁশের তৈরি কাঠামো আর কাগজের আবরণ, এ এক গভীর অর্থ বহন।
বাঙালীর প্রাণের উৎসব, বৈশাখ বরণ। বঙ্গাব্দের নতুন বছর বরণে চলছে প্রস্তুতির কর্মযজ্ঞ। চারুকলার শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার আয়োজনে তাই বিরামহীন কলাকৌশল।
প্রতিটি সৃষ্টির উপাদান এবং ব্যাখ্যা ভিন্ন হলেও, নির্মাণের উদ্দেশ্য একটাই। তা হলো মঙ্গল, সমৃদ্ধি এবং অন্তর্নিহিত সুন্দরের প্রকাশ।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতীকি অর্থে তৈরি করা হচ্ছে ট্যাপা পুতুল। মঙ্গল শোভাযাত্রায় থাকছে সমাজের কুসংস্কার বিরোধী প্রতীকী নানা উপস্থাপন।
নতুন বছরটা যেন নির্বিঘœ হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে, নতুন বছরে যেন হয় অনাচার-মুক্ত।
সব অমঙ্গল দূর করে সুন্দরের পথে যাত্রা হউক বিরতিহীন, প্রত্যাশা আয়োজন সংশ্লিষ্ট সবার।