বিপিএল
দুপুরে মুখোমুখি চট্টগ্রাম-রাজশাহী
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি।
এবারের বিপিএল আসরে দুদলের অবস্থা তেমন সুবিধার নয়। পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করছে দুদলই। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে রাজশাহী আর সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে চিটাগং ভাইকিংস।
সূত্র : ক্রিকইনফো
//এমআর