ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন সৌমিত্র
প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী জানুয়ারিতে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে, সেই শুভকাজটি সম্পন্ন হবে।
মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা জানান, বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কালচার অব মিনিস্ট্রি ফ্রান্কোয়েস নিসেন-এর উপস্থিতিতে এই সম্মানে সম্মানিত করা হবে অভিনেতাকে।
বইমেলার লোগো-র প্রকাশ এবং সাংবাদিক বৈঠকে ফ্রান্সের কন্সুলেট জেনারেল দ্যামিয়েন সইদ জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন অভিনেতাই নন, তিনি একজন কিংবদন্তি। গত জুনেই এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল।
বইমেলা সেই পুরস্কার প্রদানের জন্য আদর্শ স্থান বলে মনে করেন তিনি। আর এই সঠিক সময়ের জন্যই এতদিন অপেক্ষা করা হচ্ছিল।
আগামী ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সল্ট লেকের সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গনেই অনুষ্ঠিত হবে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যার শুভ সূচণা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। ১৯৮৭ সালে ফরাসি দেশের এই সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হয়েছিলেন সত্যজিৎ রায়। যার সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর অভিনয় শৈলী-প্রতিভা একের পর এক তুলে ধরেছিলেন দর্শকের সামনে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/