ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ট্যানারি শিল্প স্থানান্তরের জন্য প্রস্তুত হেমায়েতপুর

প্রকাশিত : ১০:২৪ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:২৪ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

ট্যানারি শিল্প স্থানান্তরের জন্য অনেকটাই প্রস্তুত সাভারের হেমায়েতপুর। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের পাশাপাশি তৈরি হয়েছে সিইটিপি। এরইমধ্যে কয়েকটি কারখানা চামড়া প্রক্রিয়াজাতকরণ শুরু করেছে সেখানে। হাজারিবাগে ভয়াবহ দূষণ বিবেচনা করে, সরকার ২০০৩ সালে ট্যানারি কারখানাগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের উদ্যোগ নেয়। প্রায় ১১শ’ কোটি টাকা ব্যয়ে, গড়ে তোলা হয় চামড়া শিল্প নগরী। দুই শতাধিক একর জমিতে তৈরি করা হয় ২০৫টি প্লট। চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ প্রায় শেষ, দীর্ঘদিন বন্ধ থাকা সিইটিপি’র নির্মাণ কাজও শেষ পর্যায়ে। হাতে গোনা কয়েকটি কারখানা এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে, বেশিরভাগ কারখানার ভবনই নির্মিত হয়নি। ধীর গতিতে কাজ করার বিষয়ে জানতে চাইলে কয়েকজন মালিক বলেন, অনেক জটিলতায় পড়তে হয়েছে তাদের। যারা সরকারি অনুদান নিয়েও এখনো কাজ শুরু করেনি তাদের প্লট বাতিল করার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তিনি আরো বলেন, যাদের ভবন নির্মাণ শেষ পর্যায়ে, তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়া হয়েছে।