ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শাজনীন রহমান হত্যা : রাতে শহীদুলের ফাঁসি কার্যকর

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১১:০২ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

আলোচিত শাজনীন তাসনিম রহমানকে হত্যা মামলায় একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম শহীদের ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে গাজীপুরের কাশিমপুর কারা কতৃপক্ষ। বুধবার রাত ১০টায় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে। কারা কতৃপক্ষ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানিয়েছেন, ফাঁসির আদেশ পালনে জেলখানার প্রধান জল্লাদ রাজুসহ তার কয়েকজন সহযোগী প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, আজ (বুধবার) দুপুরে দণ্ডপ্রাপ্ত শহীদুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই মুহিদুল ইসলামসহ স্বজনরা। সাক্ষাতের সময় শহীদুল পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান ঢাকার গুলশানে নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত রায় দেন।

রায়ে শাজনীন রহমানকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের প্রায় ১৮ বছর পর ২০১৬ সালের ২৯ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে হাইকোর্টে ফাঁসির আদেশ পাওয়া আসামিদের আপিলের শুনানি শুরু হয়।

এরপর গত ৫ এপ্রিল ওই বেঞ্চে আরো দুই বিচারপতিকে যুক্ত করে পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়। ৬ এপ্রিল থেকে ওই বেঞ্চে আসামিদের আপিল শুনানি শুরু হয়। ২ আগস্ট আসামিদের মধ্যে শহীদুল ইসলাম শহীদের ফাঁসির রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। এ মামলা থেকে বাকি চারজনকে খালাস দেন আপিল বিভাগ। খালাসপ্রাপ্তরা হলেন- হাসান, বাদল, মিনু ও পারভীন।

 

আর/টিকে