রিজাল কমার্শিয়াল ব্যাংকের প্রেসিডেন্ট ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেছেন
প্রকাশিত : ১০:৩৭ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৩৭ এএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তান জুপিটার শাখার ম্যানেজার মায়া দেগুইতোর বিরুদ্ধে মামলা করেছেন। আর ভুয়া একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করায় মায়াকে তলব করেছে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগ। আজ শুনানিতে উপস্থিত হতে হবে তাকে। এদিকে, রিজাল কমার্শিয়াল ব্যাংককে জরিমানা করে চুরি হওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এবার খোদ রিজাল কমার্শিয়াল ব্যাংকের প্রেসিডেন্ট মামলা করেছেন জুপিটার স্ট্রিট শাখার ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোর নামে। ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তান মানহানির অভিযোগে ৩২ মিলিয়ন পেশো ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি একটি ফৌজদারি মামলাও করেছেন মায়ার বিরুদ্ধে। সিনেট কমিটিতে মায়া মিথ্যা কথা বলে সুনাম ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ তানের।
এদিকে, এত বিশাল পরিমান অর্থ কিভাবে ভুয়া একাউন্টের মধ্যমে উত্তোলন করা হলো, সেবিষয়ে জবাব দিকে মায়াকে দেশটির সর্বোচ্চ আদালতের জেরার মুখোমুখি হতে হচ্ছে। মুদ্রা পাচার প্রতিরোধ কর্তৃপক্ষকেও এ’সময় উপস্থিত থাকতে বলা হয়েছে।
দেশটির ব্লু-রিবন কমিটিও শুনানি চালিয়ে যাচ্ছে। পঞ্চম দফার শুনানিতে মায়া দেগুইতোসহ জালিয়াতির ঘটনায় জড়িত সব পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত জন গোমেজসহ কেন্দ্রীয় ব্যাংকের ২জন কর্মকর্তা শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ফিলিপাইনের বিভিন্ন গণমাধ্যম।