বিলিয়ন ডলারে মুক্তি পেলেন সৌদি প্রিন্স
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
দুর্নীতির অভিযোগে তিন সপ্তাহের বেশি সময় ধরে আটক থাকার পর মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ। এক বিলিয়নের বেশি মার্কিন ডলারের এক ‘সমঝোতামূলক নিষ্পত্তি’ চুক্তির বিনিময়ে মুক্তি পান তিনি। স্থানীয় সময় বুধবার সৌদি সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মিতেব বিন আব্দুল্লার বয়স ৬৪। তিনি সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহর ছেলে। বিবিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিতেবকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও আটকদের মধ্যে অধিকাংশই সমঝোতার মাধ্যমে মুক্তি পেতে চান।
গত ৪ নভেম্বর সৌদি প্রশাসন দুর্নীতির অভিযোগে প্রিন্স মিতেবসহ ২০০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীকে আটক করে। তাদেরকে সৌদি আরবের বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলে রাখা হয়েছিলো। মিতেবসহ আরো তিনজন সরকারের সঙ্গে অর্থের বিনিময়ে মুক্তির সমঝোতা চুক্তিতে রাজি হয়েছেন।
রয়টার্স সূত্রে জানা গেছে, প্রিন্স মিতেবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভুয়া কর্মী নিয়োগ, ১০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের একটি চুক্তিসহ বিভিন্ন কাজ নিজ প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সৌদি সরকারের নির্দেশে চালানো অভিযানে দেশটির ২০৮ জন প্রভাবশালী ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের ব্যক্তিগত ব্যাংক হিসাব ও ব্যবসায়িক লেনদেন তিন বছর ধরে তদন্ত শেষে এ পদক্ষেপ নিয়েছে সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতি বিরোধী কমিটি এ অনুসন্ধান চালায়।
একে/টিকে