বৃহস্পতিবার শুরু সার্ক হস্তশিল্প প্রদর্শনী
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সার্ক হস্তশিল্প প্রদর্শনী, নৃত্য উৎসব ও কর্মশালা।
সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও নৃত্য উৎসবে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশসহ ৫টি দেশ অংশগ্রহণ করবে। এ প্রদর্শনি চলেবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বিশেষ অতিথি থাকবেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা। সংবাদ বিজ্ঞিপ্তি।
আর/টিকে