ব্রিসবেন হিটে যোগ দিচ্ছেন রোমানা
প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:০২ পিএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগে খেলবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রোমানা আহমেদ। অলরাউন্ডার রোমানা খেলেবেন বিগ ব্যাশের অন্যতম জনপ্রিয় দল ব্রিসবেন হিটে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং নেদারল্যান্ডের খেলোয়াড়দের প্রত্যেককে নিজ নিজ ক্লাবে যোগ দিতে অস্ট্রেলিয়ায় যেতে বলেছে।
রুমানা ১০ জানুয়ারী থেকে প্রায় তিন সপ্তাহের জন্য ব্রিসবেন হিটের সাথে যুক্ত হবেন। ২৬ বছর বয়সী এ নারী ক্রিকেটার এ বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ অধিনায়কের দায়িত্ব পান। বিগ ব্যাশে খেলার প্রবল ইচ্ছা ছিলো রোমানার। অবশেষ তার এই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।
রোমানা বলেন, ডব্লিউবিবিএলই কেবল নারীদের জন্য একমাত্র ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক টুর্নামেন্ট। এটি খুবই প্রতিযোগিতামূলক।
তিনি আরো বলেন, প্রতিটি নারী ক্রিকেটারই চায় বিগ ব্যাশের অংশ হতে। এই ইভেন্টের কভারেজ বিশ্বব্যাপী হবে, এটি একটি বড় বিষয়। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা আমাকে আরও পেশাদার এবং ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।
সূত্র : ব্রিসবেন হিট
/এমআর