ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

৬৩ জন প্রভাষক নিয়োগ দিবে সেন্ট্রাল উইমেন্স কলেজ

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৬ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশনের আলোকে অনার্স শ্রেণীতে পাঠদানের জন্য সৃষ্টপদে একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল উইমেন্স কলেজ।

 

বিষয়ের নাম:

প্রতিষ্ঠানটিতে বাংলা, সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্স, অর্থনীতি, প্রাণীবিজ্ঞান, ব্যবস্থানা, হিসাববিজ্ঞান, গণিত, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, বিবিএ, কম্পিউটার বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও নারী উভয়েই এ পদের জন্য আবেদন করতে পারবেন।

 

যোগ্যতা:

প্রার্থীদের শিক্ষক নিবন্ধনসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকত্তর ডিগ্রী থাকতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই পাঠদানের যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ প্রর্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন:

নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবনবৃত্তান্তসহ সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও আবেদনপত্র অধ্যক্ষের অফিসে জমা দিতে হবে।

অফিস: সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয়দাস লেন, ঢাকা-১২০৩, ফোন-৯৫৬৭৮১

আবেদনের সময়সীমা: আগামী ১৭ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

 

বিস্তারিত জানতে বিজ্ঞাপন দেখুন