রিজার্ভের ডলার চুরির ঘটনায় পঞ্চম দিনের মতো চলছে সিনেট কমিটির শুনানি
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৩ পিএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ফিলিপাইনে পঞ্চম দিনের মতো চলছে সিনেট কমিটির শুনানি।
শুনানির শুরুতেই জেরার মুখে পড়েন রেমিটেন্স কোম্পানি ফিলরেমের কর্মকর্তারা। এছাড়া রিজাল কমার্শিয়াল ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তান, ক্যাসিনোর জাংকেট অপারেটর কিম অংসহ অন্যান্যরাও প্রশ্নের মুখে পড়েন। বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজসহ কেন্দ্রীয় ব্যাংকের দুই কর্মকর্তাও শুনানিতে উপস্থিত রয়েছেন। এদিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে মামলা করেছেন লরেঞ্জো তান। অন্যদিকে আরসিবিসি ব্যাংককে জরিমানা করে চুরি হওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।