ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৫২ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেছে পাকিস্তান। তাদের দাবি, ২০১৪ সালে যে দ্বিপক্ষীয় সিরিজের চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটা পূরণ করেনি। এটার একটা সমাধা করতে হবে আইসিসিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকটা দিন ধরেই বলে আসছিল, দ্বিপক্ষীয় সিরিজগুলো খেলতে হবে ভারতকে। নতুবা দিতে হবে ক্ষতিপূরণ। ভারত কোনোটিতেই রাজি হয়নি। শেষপর্যন্ত তাই আইসিসির দ্বারস্থ হলো পিসিবি। এখন আইসিসির স্বাধীন কমিটি পিসিবির এই দাবি খতিয়ে দেখবে।

পিসিবির দাবি, ২০১৪ সালের নভেম্বর এবং ২০১৫ সালের ডিসেম্বরে প্রস্তাবিত দুটি সিরিজ ভারত বাতিল করে দেয়ায় ৭০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের। কিন্তু ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় ব্যবস্থা নিয়েছে তারা।

 

/এমআর