২২ প্রতিষ্ঠান পেলো আইসিএসবি অ্যাওয়ার্ড
প্রকাশিত : ১০:০৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:৫০ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার
প্রাতিষ্ঠানিক সুশাসনে এগিয়ে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) চতুর্থ ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির জন্য এ পুরস্কার দেওয়া হয়। এক্ষেত্রে ২০১৬ সালের আর্থিক প্রতিবেদনের তথ্যকে বিবেচনায় নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও বিএসইসির চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেন। এছাড়াও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আইসিএসবি জুরি বোর্ডের চেয়ারম্যান ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইসিএসবির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ্ এতে সভাপতিত্ব করেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে থেকে ২২ প্রতিষ্ঠানকে মোট আট ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সেরা ব্যাংকের অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।
ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অ্যাওয়ার্ড পেয়েছে।
বীমা ক্যাটাগরিতে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় এবং ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় সেরা প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পেয়েছে।
ওষুধ, খাদ্য ও খাদ্যজাত ক্যাটাগরিতে প্রথম অ্যাওয়ার্ড পেয়েছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে যথাক্রমে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।
টেক্সটাইল ও তৈরি পোশাক ক্যাটাগরিতে এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রথম, শাশা ডেনিমস লিমিটেড এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে।
আইটি, টেলিযোগাযোগ ও সেবা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড প্রথম এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বিতীয় পুরস্কার লাভ করে।
প্রকৌশল, জ্বালানি ও শক্তি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় এমজেএল বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় সেরা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
সাধারণ উৎপাদন ও রসায়ন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে যথাক্রমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
বাণিজ্যমন্ত্রী বিজয়ীদের আন্তরিক অভিন্দন জানান। তিনি বলেন, বর্তমান সরকার করপোরেট খাতে সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে।
তিনি বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিএসবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
/ডিডি/এসএইচ