ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বাংলাদেশে ‘ককপিট’র মুক্তি স্থগিত

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০২:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার

কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত সিনেমা ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রফতানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখান হয়।

এ আইন মেনেই ‘ককপিট’ সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডে প্রদর্শিতও হয়। কিন্তু হঠাৎ করেই মুক্তি থেকে পিছিয়ে গেলো প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে জাজের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির জন্য যতোটুকু সময় প্রয়োজন তা হাতে নেই। স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আর এই যুক্তি দেখিয়ে ৮ ডিসেম্বর মুক্তির প্রক্রিয়া থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি পরবর্তিতে বাংলাদেশে মুক্তি পাবে কিনা- সে বিষয়ে স্পষ্ট কোন বক্তব্যও দেয়নি তারা।

তবে সমালোচকদের মতে, কলকাতার সিনেমার প্রতি বাংলাদেশি দর্শকদের তেমন কোনো আগ্রহ নেই। তাদের দাবি সম্প্রতি বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত পরপর দুটি সিনেমা ব্যর্থ হয়েছে। সেই ভয় থেকেই ককপিট মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাজ।

 

এসএ/